বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। পরে বিজিবিও যোগ দেয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুনের ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে উদ্ধার অভিযানে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন আহত হয়েছেন, আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন ধোঁয়ায়।

অসুস্থ ফায়ার সার্ভিসের একজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত ১০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, ১০ জনকে ঢাকা মেডিকেলে এবং একজনকে বার্ন ইনিস্টিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইনিস্টিউটে যিনি এসেছেন, তিনি ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।

শেয়ার করুন :