আকাশছোঁয়া ডেস্ক : চলমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে রাষ্ট্র ব্যবস্থাপনাসহ সকল ম্যানেজম্যান্ট, পে-কমিশন, মজুরি কমিশন, প্রশাসনে শ্রমিক-কর্মচারীদের অংশীদারিত্ব নিশ্চিত করার আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
২৩ অক্টোবর শুক্রবার বিকালে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদানকালে(ভার্চ্যুয়াল) রব এ কথা বলেন।
তিনি বলেন, দেশের শ্রমিক-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ এক নৈরাজ্যকর অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। গণতন্ত্রের নামে ব্যক্তি-গোষ্ঠি শাসনের যাতাকলে নিষ্পেষিত। দেশে করোনা মহামারীর সাথে ধারাবাহিকভাবে ধর্ষণ, গুম, খুন, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি মহামারী আকার ধারণ করেছে। এরই মধ্যে পাটকল বন্ধ, বিনা নোটিশে গার্মেন্টস্ শ্রমিকদের ছাটাই, বেসরকারী শিল্প-কলকারখানায় শ্রমিক ছাটাই, চাকুরি হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের হয়রানি চলমান সংকটকে আরো কঠিন করে তুলছে। আন্তর্জাতিক মান রক্ষা করে বর্জ্যশোধনাগারসহ অন্যান্য নীতিমালা অনুসরন না করার কারনে চামড়া শিল্প আন্তর্জাতিক বাজার হারাচ্ছে।
রব অবিলম্বে বন্ধ পাটকল আধুনিকায়ন করে যৌথ ব্যবস্থাপনায় চালু করা, গার্মেন্টস্ শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেয়া, প্রবাসী শ্রমিকদের হয়রানী বন্ধ করা ও কর্ম সংস্থানের ব্যবস্থা করা, চামড়া শিল্পে বর্জ্যশোধনাগার চালু করার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসডি সাধারন সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার, সহ-সভাপতি মিসেস তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেএসডি’র যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, শ্রমিক নেতা আবদুর রাজ্জাক রাজা, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ স্মপাদক এ এ এস ফয়েজ, সামাজিক শক্তির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, আমিন উদ্দিন বিএসসি, এম এ আউয়াল, এ বি এম জামাল উদ্দিন, আবদুল মালেক গাজী, ছরওয়ার আজম আরজু, ইঞ্জিনিয়ার ওছমান গনি, আবুল হোসেন মিয়া, পরিবহন শ্রমিক নেতা আমির হোসেন প্রমুখ।