-এস এম হৃদয়
প্রকৃতিতে শরৎ এসেছে,
শরতের কাশফুল ফুটেছে সর্বত্র।
জীবনের শরৎ তোমার-আমার বহুদূর,
জীবনের শরৎ কবে আসবে?
কয়েকটি মানুষের জীবনে শরৎ কেন এল না ?
এই শরতের এক সন্ধ্যায় অনেকগুলো
কাশফুলের মাঝে আমি একা বসে তোমায়
খুব মনে করছিলাম।
ভাবছিলাম, হয়ত তুমি পাশে থাকলে দুটো হাত ধরে বসে থাকতাম।
তুমি পাশে নেই, তাই এ জীবনের শরৎ আসেনি।
জানি, তোমারও শরৎ আসেনি।
প্রকৃতির শরৎ চলে যাবে, কাশফুলও ঝরে যাবে।
তোমার আমার স্মৃতির শরৎ থেকে যাবে,
তোমার আমার পছন্দের সেই গানে !