ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ভিপি শাকিল মারা গেছেন

নিউজ ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সহসভাপতি (ভিপি) শরীফুল ইসলাম শাকিল (ইন্না লিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ২৬ বছর।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তথ্য নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান।

হৃদরোগ ও মস্তিষ্কের জটিলতায় দীর্ঘ দুই মাস ভুগছিলেন এ ছাত্রনেতা।

অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, বুধবার সন্ধ্যায় শাকিল মার যায়। তার মৃত্যু আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা গভীরভাবে শোকাহত। এর আগেও আমরা আমাদের হল সংসদের আরেকজনকে অকালে হারিয়েছি।

শেয়ার করুন :