আকাশছোঁয়া ডেস্ক : ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আগামী সোমবার থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট শুরু হচ্ছে।
জানা যায়, সোমবার থেকে ইসরায়েল থেকে আবুধাবির উদ্দেশে যাত্রা শুরু করবে প্রথম বিমান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল থেকে আমিরাতের উদ্দেশে ই-১ এ-১ এর একটি বিমান যাত্রা শুরুর মাধ্যমে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে।
শুক্রবার ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার প্রথম বিমানটি আবুধাবি যাওয়ার পর মঙ্গলবার ফিরতি ফ্লাইটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছাবে।
তবে প্রথম ফ্লাইটে যাত্রী কারা থাকছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল ও আমিরাতের মাঝে চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগীরা প্রথম ফ্লাইটে থাকছেন।