কবিতা-সে প্রশ্নের উত্তর আজও মেলেনি

-এস এম হৃদয়

কথার পেছনে কথা রয়ে গেল,

অনেক কথা বলা হল না।

কথাগুলো বলার সময়ও হারিয়ে গেল।

জীবনের সব কথা সবার বলা হয়না কেন ?

সে প্রশ্নের আজও উত্তর মেলেনি,

হয়ত কোনদিন সে উত্তর মিলবেও না !

 

শেয়ার করুন :