নিউজ ডেস্ক: এবার ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা। রোববার গণমাধ্যমকে একথা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। তিনি বলেন, এবারের বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না। এমনকি মার্চেও হবার সম্ভাবনা নেই। তবে এপ্রিল বা মে মাসে আয়োজন করা হতে পারে। বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা অপলেশ কুমার বাংলাদেশ জার্নালকে বলেন, বইমেলার আয়োজন নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। […]
– জুয়েল আশরাফ ফুফু কী করছেন? নীপা অবাক চোখে তাকাল। দশ-এগারো বছরের মেয়ে। ফ্রকের বদলে কামিজ পড়েছে। এই বয়সের মেয়েরা কামিজ পড়লে কেমন বেখাপ্পা লাগে। যদিও বড় মেয়েদের মতো করে নিজেকে সাজাতে যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টায় কোনো লাভ হয়নি। ইশরাকে দেখাচ্ছে সাত বছরের বাচ্চা মেয়েদের মতো। নীপার হাসি পাচ্ছিল, কিন্তু হাসল না। সে […]
তসলিমা নাসরিন ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। আর ভালো লাগে না এই শব্দটি উচ্চারণ করতে। কিন্তু তারপরও প্রতিদিন শুনতে হয়, পড়তে হয় এই শব্দটি। এমন কোনও দিন কি আসবে যেদিন এই শব্দটি আর কেউ উচ্চারণ করবে না, কারণ ধর্ষণ বলে কিছু আর ঘটবে না দুনিয়াতে? ভারতের উত্তরপ্রদেশে মনীষা বাল্মিকী নামে এক ১৯ বছর বয়সী মাঠে গরুর জন্য […]