সৌদিকেও ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে

আকাশছোঁয়া ডেস্ক : ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শান্তিচুক্তির পর এবার মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবকেও ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছে আমেরিকা।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার মঙ্গলবার এ আহ্বান জানান।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি আরবেরও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেয়া মঙ্গলজনক হবে।

জ্যারেড সাংবাদিকদের বলেন, দেশটি যদি ইসরাইলের সঙ্গে সমঝোতা ও সম্পর্ক উন্নয়ন করে তাহলে তাদের প্রতিদ্বন্দ্বী দেশ ইরান চাপের মুখে পড়বে এবং এ চুক্তি শেষ পর্যন্ত ফিলিস্তিনিদেরও কল্যাণ বয়ে আনবে।

মার্কিন প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা গত সপ্তাহে ঘোষণা করার পর থেকে আরব বিশ্বের বৃহত্তম দেশ সৌদি আরব নীরব ছিল।

সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ফলস্বরূপ,পশ্চিম তীরের কিছু অংশের সংযোজন স্থগিত করতে সম্মতির কথা জানিয়েছিল ইসরাইল। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে, এ পরিকল্পনা এখনও বিদ্যমান রয়েছে।

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) দুই সদস্য দেশ বাহরাইন ও ওমান সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে এ চুক্তিকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে সৌদি আরব, কুয়েত ও কাতার এখনও সাড়া দেয়নি।

বিভিন্ন দেশের কূটনীতিকরা মনে করছেন, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবকর্তৃক ইহুদি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হলে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

আমিরাত ও ইসরাইল চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার বিশেষ উপদেষ্টা জ্যারেড কুশনার বলেছেন, ইসরাইলের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা আগামী দিনগুলোতে আসছে।

মনে করা হচ্ছে, নভেম্বরে মার্কিন নির্বাচনের আগেই ওমান সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে আসতে পারে।

কুশনার বলছেন, অন্যান্য উপসাগরীয় দেশগুলোর পর সৌদি আরব ইসরাইলের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক স্থাপন করতে পারে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানও গত কয়েক বছরে ইসরাইল প্রসঙ্গে খোলামেলা অবস্থান ব্যক্ত করেছেন।

গত ফেব্রুয়ারিতে ইসরাইলিদের সৌদি ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। ওই সময় এক ইসরাইলি ব্লগারকে সাদর অভ্যর্থনা জানায় রিয়াদ।

 

শেয়ার করুন :