নিউজ ডেস্ক: দুই সপ্তাহ পর করোনামুক্ত হয়েছেন বলিউডের শীর্ষ নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তার মেয়ে আরাধ্যা বচ্চনেরও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বচ্চন পরিবারের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
দুই সপ্তাহ আগে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। প্রথমে বাবা-ছেলে ভর্তি হন মুম্বাইয়ের ননবতী হাসপাতালে। কয়েক দিন পর একই হাসপাতালে ভর্তি হন ঐশ্বরিয়া ও আরাধ্যা।
ঐশ্বরিয়া রাই করোনামুক্ত হয়েছেন। শিগগিরই বাসায় ফিরবেন। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ খবর জানিয়েছেন ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন। ভক্ত ও অনুরাগীদের তাদের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিষেক। ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে দ্রুত বাসায় ফিরলেও অমিতাভ ও অভিষেক হাসপাতালে থাকবেন।
১১ জুলাই সংক্রমণ ধরা পড়ে অমিতাভ ও অভিষেক বচ্চনের। তার পরের দিন সংক্রমণ ধরা পড়ে ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চনের। প্রথম একসপ্তাহ মা-মেয়েকে আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু ১৯ জুলাই ঐশ্বর্যার অবস্থার অবনতি হয়। দেখা যায় করোনা উপসর্গ। তাই ঝুঁকি না নিয়ে এই দু’জনকে স্থানান্তরিত করা হয়েছিল নানাবতী হাসপাতালে।