আকাশছোঁয়া ডেস্ক : রাজধানীর গুলিস্তানে এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে কে বা কারা একটি গ্রেনেড ব্যাগে ভরে ঝুলিয়ে রেখে যায়। পরে ডিবির বোম ডিসপোজাল টিম সেটি নিষ্ক্রিয় করে। গ্রেনেডের ভেতর থেকে একটি ডেটোনেটর পাওয়া গেছে। খবর ইত্তেফাকের।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সার্জেন্ট আবু সাইদ পুলিশ বক্সের সামনে মোটরসাইকেলটি রেখে ডিউটিতে যান। রাত সাড়ে ৯ টার দিকে ডিউটি থেকে ফিরে তার মোটরসাইকেলের পেছনে সিনথেটিক কাপড়ের শপিং ব্যাগ ঝুলানো অবস্থায় দেখতে পান। তার কাছে বিষয়টি সন্দেহ হওয়ার পর অন্য সহকর্মীদের সহায়তায় ঝুলানো অবস্থায় ব্যাগের মুখ একটু খুলে ভেতরে গ্রেনেড সদৃশ একটি বস্তু দেখতে পান।
পল্টন থানার ওসি জানান, খবর পেয়ে ডিবির বোম ডিসপোজাল ইউনিট গিয়ে এলাকাটি ঘিরে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। কে বা কারা আতঙ্ক ছড়ানোর জন্য সেটি ব্যাগে ভরে পুলিশের মোটরসাইকেলে ঝুলিয়ে রাখে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। এর ভেতর থেকে একটি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।