নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে হাজারো ইসরায়েলি জনতার বিক্ষোভ

আকাশছোঁয়া ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতিবাজ ও ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসরায়েলিরা।

মঙ্গলবার জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করে দুই সহস্রাধিক আন্দোলনকারী তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। খবর আরব নিউজের।

করোনাভাইসের প্রাদুর্ভাবের কারণে বেকার হয়ে পড়াদের প্রণোদনা না দেয়ায় নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেমেছেন ইসরাইলিরা।

এদিকে করোনার কারণে তিন মাস স্থগিত রাখার পর জেরুজালেমের আদালতে সম্প্রতি আবারও শুরু হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ঘুষ-দুর্নীতির মামলার বিচারকাজ।

সব মিলিয়ে সময়টা খারাপই যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর। বেকারদের প্রণোদনার আশ্বাস দিলেও খুবই অল্প অর্থ দেয়া হচ্ছে- তাও আবার দিচ্ছে অনেক দেরি করে।

এ কারণে ইসরাইলি প্রধানমন্ত্রীকে প্রতারক ও ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন বেকার হয়ে পড়া লোকজন।

 

শেয়ার করুন :