-এস এম হৃদয় রহমান
ভালবাসার চিঠিতে অনেক শব্দ ছিল,
তোমার ভালবাসার সব কথাগুলো বলা ছিল।
চলে যাওয়ার আগে ভাবোনি;
আমার অনেক কথা বলার ছিল,
যে কথার প্রত্যেকটা পর্বে তুমি ছিলে।
তোমার স্মৃতিগুলো আজও আছে,
তোমার-আমার চোখের জলে বলা কথাগুলোতে।
সে আমি আমাকেই ভুলে গেছি,
কি আমার ছিল তাও ভুলে গেছি।
চলার পথে আমার অনেক কথা ছিল;
মন ভাঙ্গা আমার কথাগুলো মনেই থেমে ছিল,
সে কথাগুলো চোখের জলে ঝরো বেগে বেরিয়ে এসেছিল।
চারপাশটায় তখন রাতের আধার নেমে এসেছিল।