মহানবী (সা.)-কে ব্যঙ্গ করায় নিন্দা জানালো সৌদি আরব

আকাশছোঁয়া ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.) -এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, সৌদি আরব সকল সন্ত্রাসী হামলা এবং এগুলোর জন্য দায়ীদের নিন্দা জানায় । ঘৃণা ও সহিংসতা উত্সাহিত করে এমন সব আচরণ ও কর্মকাণ্ড সৌদি আরব প্রত্যাখ্যান করে।

ফরাসি শিক্ষককে হত্যার পরে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে এই বিবৃতি দিলো সৌদি আরব।

গত ১৬ অক্টোবর প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‘আল্লাহু আকবর’ বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

এই হত্যার পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। এর জবাবে কুয়েত, কাতার, জর্ডান, মরক্কোসহ বেশ কয়েকটি আরব দেশ ও তুরস্ক ফ্রান্সের পণ্য বর্জন করতে তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানায়।

 

শেয়ার করুন :