ফের বিয়ের পিঁড়িতে শমী কায়সার

আকাশছোঁয়া ডেস্ক : এক সময়ের মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী শমী কায়সার ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের বন্ধু রেজা আমিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তার বর পেশায় একজন ব্যবসায়ী।

শুক্রবার (৯ অক্টোবর) দিনগত রাতে হঠাৎ করেই শমী কায়সারের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসে।

জানা যায়, দুই পরিবারের সদস্যদের মত এবং উপস্থিতিতে শমী কায়সারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৮ অক্টোবর বৃহস্পতিবার।

এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোর সঙ্গে ঘর বেঁধেছিলেন শমী কায়সার। দুই বছর পর এই সংসার ভেঙে গেলে এরপর তিনি বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে।

 

শেয়ার করুন :