-এস এম হৃদয়
মোবাইল ফোনের অন্যপাশে তুমি ছিলে,
তোমার মেসেজে ভরে উঠত মোবাইলের ইনবক্স!
ফোনে কথা হত দুজনার।
সেই ফোনটা আজও তোমার মেসেজ ও কলের অপেক্ষায় !
কিছুক্ষন পরপর বারবার ফোনের দিকে তাকিয়ে থাকি,
তোমার মেসেজের অপেক্ষায় চেয়ে থাকি।
ঘুম ভেঙ্গে যায় হঠাৎ!
এই বুঝি তুমি কল দিলে, মেসেজ দিলে।
বৃথা অপেক্ষা নয় তো?
দিন দিন অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে,
হয়ত এ অপেক্ষার সময় শেষ হবে না।
কথামালার সেই দিনগুলো কি আর ফিরে আসবে না ?