আপনি এখন দেশ জাতির ভরসাস্থল, শেখ হাসিনার জন্মদিনে রওশন এরশাদ

আকাশছোঁয়া ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে তাকে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ। গতকাল সোমবার রওশনের এই শুভেচ্ছাপত্রটি তার ব্যক্তিগত সচিব (পিএস) প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে পৌঁছে দেন।

চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে রওশন বলেছেন, ‘বঙ্গবন্ধুর মতো আপনার দূরদৃষ্টি, দেশপ্রেম ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে। আপনি এখন দেশ ও জাতির ভরসাস্থল।’

এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিনে এক অভিনন্দনবার্তায় জাপা চেয়ারম্যান জি এম কাদের আশা প্রকাশ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে। তার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল হবে। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি আরো উন্নত হবে। অসাম্প্র্রদায়িক বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হবে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি।’

 

শেয়ার করুন :