কবিতা- তোমার স্মৃতিগুলো হারাতে দেই কেমন করে?

– এস এম হৃদয়

দিনগুলো আস্তে আস্তে হারিয়ে গেল,
হয়ত হারাব বলে দিনগুলো এসেছিল।

তুমি অচেনা অজানা পথ ছুয়ে এলে,
আবার হারিয়ে গেলে !

অচেনা আমাকে কাছে টেনে নিলে,
আবার দূরে সরিয়ে দিলে।

তুমি হারিয়ে গেলে।
কিন্তু তোমার স্মৃতিগুলো হারিয়ে যায় নি!

স্মৃতিগুলো হারানোর মত নয়,
প্রতিটি গানের কথায় তুমি আছ!

গানের কথাগুলো শোনার পর দুচোখ বেয়ে পড়া অশ্রুতে তুমি আছ!
তোমার স্মৃতিগুলো হারাতে দেই কেমন করে বল?

 

শেয়ার করুন :