নিউজ ডেস্ক: এবারের অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। চলমান করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পিছিয়েছে বলে জানা গেছে। মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা রবিবার সকালে দেশ রূপান্তরকে বলেন, ‘অফিশিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত […]
-এস এম হৃদয় রহমান প্রতিরক্ষায় মানবতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিশ্ব শান্তির এক বীর বাহিনী। শান্তিতে সংগ্রামে বাংলার মান রক্ষায়. অক্লান্ত প্রহরী বাংলাদেশ সশস্ত্র বাহিনী। অবিচল আস্থায়, জনতার প্রত্যাশায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বাংলার পতাকা সমুন্নত সারা বিশ্বে, অবদান তোমার সশস্ত্র বাহিনী। বাংলাদেশের অহংকার; বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী। সুজলা, সুফলা, শস্য-শ্যামলা বাংলার অমীয় বাণী, বাংলাদেশের […]
নিউজ ডেস্ক: আমার শৈশব জীবনটা, এই জীবনটার কথা বলতে গেলে সাধারণ, খুবই তুচ্ছ সাধারণ; আধুনিক জীবনের কিছুই ছিল না সেখানে। কিছুই আনন্দের নেই। অথচ অভাব তো ছিল না আনন্দের। বিকেলটা হলেই মহারাজার স্কুলের মাঠে ফুটবল নিয়ে নেমে পড়তাম। সেখানে নিয়মিত ফুটবল খেলা হতো। আমি তো খেলবই প্রতিদিন, একদিন খেলা না হলে আফসোস হতো। আমার বাবা […]