-এস এম হৃদয়
অচেনা অজানা স্রোতে অনেকবার ভেসেছি,
হয়ত অনেকবার সে ভেসে যাওয়া জলে
তোমায় বারবার খুঁজে বেড়িয়েছি।
আষাঢ়ের বৃষ্টির জল আর আমার দুচোখের জল হয়ত এক নয়,
তবে সেদিন বৃষ্টির প্রতিটি ফোটা চোখের জল হয়ে ঝড়েছে।
আজও ঝড়ছে।
জানি, সেগুলো তুমি দেখনি।
হয়ত তোমার দেখার প্রয়োজন পড়েনি!
জীবনের সব সময়গুলো একরকম যায় না,
হয়ত এ সময়টাও জীবনের সঙ্গে বড় অচেনা হিসেব কষে যাচ্ছে !