কবিতা – পথে হারিয়েছ তুমিও !

-এস এম হৃদয়

আবার হয়তো কোন অবেলায় তোমার সঙ্গে দেখা হবে,

সেদিন হয়তো আমি আমার মতো করে হারিয়ে যাব।

তুমি কি সেদিন আমায় খুঁজবে ?

না , তা কি করে হয় !

তুমি তোমার পথ খুঁজে নিয়েছ,

আমি আমার পথে হারিয়ে গেছি !

অন্য পথে হারিয়েছ তুমিও !

 

শেয়ার করুন :