রাজশাহীতে কার্টুন দেখানোর কথা বলে ২ শিশুকে ধর্ষণ

নিউজ ডেস্ক: টিভিতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে পাঁচ বছরের দুই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রাজশাহীর চারঘাট উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রন্তিক (২০) নামে এক যুবককে আসামি করে গতকাল রোববার চারঘাট থানায় মামলা করা হয়েছে। প্রান্তিক রাজশাহীর চারঘাট উপজেলার আবু আলীর ছেলে। ঘটনার পর বিষয়টি জানাজানি হওয়ার পর প্রান্তিক বাড়ি ছেড়ে পালিয়েছেন। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কু-ু মামলার বরাত দিয়ে বলেন, ধর্ষণের শিকার ওই দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তদের বয়স পাঁচ বছর। শনিবার বিকেলে প্রতিবেশি যুবক প্রান্তিক দুই শিশুকে টিভিতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়।

এরপর তাদের ধর্ষণ করে।
এই ঘটনার পর ওই দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। তারা বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। এ সময় গ্রামে ঘটনাটি জানাজানি হলে প্রান্তিক পালিয়ে যায়। পরে এক শিশুর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন। বর্তমানে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার চেষ্টা চলছে। এছাড়া দুই শিশুকে রোববার দুপুরে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো বলেও জানান রাজশাহীর চারঘাট থানার এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন :