নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত নাট্যজন রামেন্দু মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বর্তমানে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তারা।
শুক্রবার রামেন্দু মজুমদার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরীরে করোনার উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই টেস্ট করা হয়। এর ফলাফল পজিটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। ফেরদৌসী মজুমদার আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর রামেন্দু মজুমদারও করোনায় আক্রান্ত হন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাসাতেই ফেরদৌসীর টেককেয়ার করছিলাম। কিন্তু এক সপ্তাহ পর আমার মধ্যেও করোনার উপসর্গ দেখা যায়। জ্বর আসে। এরপর আমিও টেস্ট করাই।
দেখা গেছে, আমার ফলাফলও পজিটিভ।’ গত ১৫ দিনেরও বেশি সময় এ দুই ব্যক্তিত্ব রাজধানীতে নিজেদের বাসায় আইসোলেশনে আছেন। বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ হলেও করোনার উপসর্গ এখনও পুরোপুরি দূর হয়নি। দু’তিন দিনের মধ্যে আবারও টেস্ট করাবেন বলে জানিয়েছেন এ তারকা দম্পতি। এ প্রসঙ্গে রামেন্দু মজুমদার বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত আমরা দু’জনই সুস্থ আছি। সবার কাছে দোয়া চাই, যাতে এই ভাইরাস থেকে দ্রুত মুক্তি পাই।’
শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন রামেন্দু মজুমদার। অন্যদিকে ফেরদৌসী মজুমদারও পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।