-এস এম হৃদয়
প্রতিরাতে বুকের বাম পাশে চিন্ চিন্ ব্যাথাটায় তুমি আছো!
আমি আমার মত করে বেঁচে আছি ব্যাথা নিয়ে।
তুমি কি ভেবেছিলে আমার মত করে?
আমার ভাবনাগুলো চার দেয়ালে বন্দি হয়ে গেল!
কেন হয়ে গেল?
কিভাবে হয়ে গেল?
তা নিজেও জানি না!
হয়তো জানার চেষ্টা করি নি।
হয়তো তোমায় জানতে গিয়ে
নিজের অজান্তে নিজেকেই ভুলে গেছি!