হংকংয়ের নাগরিকদের অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে পারবে

নিউজ ডেস্ক: হংকংয়ের নাগরিকদের জন্য বড় সুযোগ আনতে চলেছে অস্ট্রেলিয়ার সরকার। হংকংয়ের প্রায় ১০ হাজার নাগরিক যারা অস্ট্রেলিয়ায় বাস করছেন তাদের পারমানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই জানিয়ে দিয়েছে স্কট মরিসন সরকার।

অস্ট্রেলিয়ার সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার বিশ্বাস করে যে চীন আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি নতুন কঠোর জাতীয় সুরক্ষা আইন কার্যকর করার ফলে সেখানে গণতন্ত্রপন্থী সমর্থকরা রাজনৈতিক নির্যাতনের মুখোমুখি হতে পারে।

রবিবার একটি টেলিভিশন চ্যানেলকে অস্ট্রেলিয়ার অ্যাকশন ইমিগ্রেশন মিনিস্টার অ্যালান টুগড়ে বলেন, ‘চীনের ওই নীতির ফলে অনেক পাসপোর্ট আছে এমন নাগরিকরা চাইছেন অন্য কোথাও চলে যেতে। আমরা এগিয়ে এসে অতিরিক্ত ভিসার কিছু ব্যবস্থা করে দিচ্ছি।’

তবে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ক্যারেক্টার টেস্ট, ন্যাশনাল সিকিউরিটি টেস্টের মতো বেশ কিছু পরীক্ষা দিয়ে পাস করতে হবে আবেদনকারীদের।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

শেয়ার করুন :